ত্যাগ/সুখ!!




 ত্যাগের মধ্যেই রয়েছে

প্রকৃত সুখ ৷
অন্যকে বাদ দিয়ে কেউ
একা চলতে পারে না ৷
কেউ সুখী হয় না!
আমরা যদি অন্যের আনন্দ-বেদনা
নিজের বলে গ্রহণ করতে পারতাম!
  ★তাহলে হয়তো!!!
আমাদের সমাজের সকল মানুষ
নিজেদের কে সুখী মনে করতো!
    ★কিন্তু ভাই!!!
কে শুনে কার কথা!
কে-বা চায় তাহার সুখ ভাগাভাগি করে
অন্যকে সুখী হিসেবে দেখতে!!
আমি আমরা অনেকেই চাই যেটা যে...
সমাজে আমি যেনো সবচেয়ে
সুখী এবং বড়ো হই..!
কেউ যেনো আমার উপরে
কথা না বলতে পারে ইত্যাদি ইত্যাদি!!!
যার দরুন আমি আমার
সুখের মাঝেই অসুখী!!
হে আল্লাহ্ আমি এবং আমাদের সকলকে হেদায়েত ও সহীহ বুঝ দান করেন!!
(আমিন)

আজকের বাজার.!

গ্রাম্য বাজারে মনোমুগ্ধকর পরিবেশ🥰