তুমিও ভুলের বাইরে নও...!!


আমাদের মাঝে কেহই ভুলেরবাইরে নয়!!

তাই মন থেকে সবাই সকলকে
ক্ষমা করে দাও। 
ক্ষমা ছাড়া কোনো ভালোবাসার
অস্তিত্ব নেই এবং ভালোবাসা ছাড়াও ক্ষমারও অস্তিত্ব নেই ।
ক্ষমা হলো ভালোবাসা 


সবচেয়ে বড় রূপ ৷ 
যার,প্রতিদান হলো
অসীম ভালোবাসা।
জীবন তখনই মজবুত হয়
যখন উভয়ই নিজেদের ভুলগুলোকে
ক্ষমা করতে শিখে যায়।
তবে ক্ষমা কখনো অতীতকে
পরিবর্তন করতে পারে না!.
বরং ভবিষ্যতকে আরো বড় ও সুখের করতে পারে।
ক্ষমার মাধ্যমে নিজের মনের প্রশান্তির ফিরে আসে কান্তি দূরে যায়!..
অতীত, বর্তমান এবং ভবিষ্যত
হৃদয়ের জন্য কোন সময়ের
সীমা নেই!..
সে তার আপন সময়টুকুই নেয় ভালোবাসতে-ক্ষমা করতে-ভুলে যেতে।

[√] ss islam

আজকের বাজার.!

গ্রাম্য বাজারে মনোমুগ্ধকর পরিবেশ🥰